19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

নাম থেকে ‘বচ্চন’ বাদ দিলেন ঐশ্বরিয়া

চর্চার বাইরে থাকতে পারছেন না বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। যে চর্চা নতুন করে তুঙ্গে উঠেছিল অনন্ত–রাধিকার বিয়েতে। সেখানে দুই ভাগে হাজির হয়েছিল বচ্চন পরিবার।

এর মধ্যে ঐশ্বরিয়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে পোজ দিয়েছিলেন আলোকচিত্রীদের সামনে। সেখান থেকে যে বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল, সেটা এখন আরও জোরালো হয়ে উঠেছে। এই দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনার অন্ত নেই।

সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া। সেখানে পরিচিতি অংশে নিজের নামের পাশ থেকে মুছে দেন ‘বচ্চন’ পদবি। বিশ্বের কাছে নতুন করে শুধু ঐশ্বরিয়া রাই নামেই পরিচয় দিলেন।

তাতেই শুরু হয়েছে জল্পনাকল্পনা। অনেকে বলছেন, তাহলে কি ভেঙেই যাচ্ছে এই জুটির ১৭ বছরের দাম্পত্য?

আগে যখন তাঁকে শুধু ঐশ্বরিয়া রাই বলে সম্বোধন করা হতো, তখন ভুল ধরিয়ে নিজের বচ্চন পদবি তুলে ধরতেন।

এবার চোখের সামনে নিজের বিয়ের আগের পদবি পর্দায় ফুটে উঠতে দেখেও কোনো আপত্তি নেই সাবেক এই বিশ্বসুন্দরীর।
সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিনেও শুভেচ্ছা জানায়নি বচ্চন পরিবারের কেউ।

আরও পড়ুন: আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

দেখুন: বিবাহবি*চ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যার! | Abhishek Bachchan | Aishwarya Rai Bachchen | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন