25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি 

উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায়। গত কয়েক দিন ধরে এই এলাকায় তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।

সকাল ৮ টার পর থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে ছড়াচ্ছে সূর্যের আলো। শীতের পরশ ছড়াচ্ছে উত্তরাঞ্চলের এ জেলার জনপদে। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমে শীতের মাত্রাটা অনেকটাই বেড়েছে। এমন শীতের মধ্যে ভোর থেকেই কর্মব্যস্ততা দেখা যায় বিভিন্ন শ্রমজীবী মানুষের। সকাল সকাল কাজে বেরিয়েছেন দিনমজুর, পাথর, চা শ্রমিক ও ভ্যানচালকসহ কৃষকরা। শীতের মাত্রা ধীরে ধীরে বাড়ছে উত্তরে জেলা পঞ্চগড়ে।

সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। শীতকে কেন্দ্র করে বাজারগুলোতে ভাপা, চিতই, পৌকন পিঠা উঠতে শুরু করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন