বাজারে নতুন করে বেড়েছে আলুর দাম। সরবরাহ ঘাটতি সয়াবিন তেলের। আবারও বোতলজাত সয়াবিন তেলের সংকট বাজারে। দাম বাড়ানোর পায়তারা থেকে মিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছে। আর ৬০ টাকার ওপরে লাগবে এক কেজি মোটা চাল।
দুই সপ্তাহ আগে বাজারে সয়াবিন তেলের সংকট ছিলো বাজারে। এরপর সরকার ভোজ্যতেল আমদাানিতে মূসক কমালে সরবরাহ কিছুটা বাড়ে। দাম না বাড়াতে মূলত দেয়া হয় করছাড়।
তবে, গত ৩/৪ দিন ফের বাজারে বোতলজাত সয়াবিন তেলের জোগান কম। দুই তিনটি কোম্পানী ছাড়া অন্যরা তেল দিচ্ছে না পাইকারি পর্যায়ে, ফলে সরবরাহ কম খুচরা দোকানেও।
গত প্রায় এক মাস আলুর দাম বাড়তি। গত এক সপ্তাহে কেজিতে ৩/৫ টাকা নতুন করে বেড়েছে। যদিও, বাজারে আসতে থাকা নতুন আলুর দাম কমছে। এ সপ্তাহে কেজি ৭৫ থেকে ৮০ টাকা।
নতুন চাল এখনো ওঠেনি। বাজারে আসতে হয়তো আরও কয়েকদিন লাগবে। বিক্রেতারা বলছেন, এ সময়টায় আর দাম বাড়বে না। যদিও, ৬০ থেকে ৬২ টাকা এক কেজি ২৮ চাল।
আমানতকারীর আস্থা ফেরাতে নতুন ছাপানো টাকা যাচ্ছে মানুষের হাতে। টাকা ছাপিয়ে বাজারে ছাড়লে তা উস্কে দেয় মূল্যস্ফীতিকে। ফলে, অর্থনীতির এক সংকট সামাল দিতে গিয়ে,বিপদ বাড়ছে আরেক সূচকের।
এনএ/