19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মিরপুরে আইরিশ ক্রিকেটারদের রিকশা ভ্রমণ

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসা আয়ারল্যান্ডের মেয়েরা দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে বেশ ভালো সময় কাটালেন। জীবনের প্রথমবার দেশের আলোচিত বাহন রিকশায় ওঠার অভিজ্ঞতা নিলেন আয়ারল্যান্ড ক্রিকেটাররা।সফরকারী দলের জন্য এই ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের রিকশা ভ্রমণ
আয়ারল্যান্ডের ক্রিকেটারদের রিকশা ভ্রমণ

সূচি অনুসারে আজ দুপুর ২টা ৩০ মিনিটে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের। এর আগে দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেই রিকশাগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন।

তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। অনেককে রিকশাচালকের সঙ্গে ছবিও তুলেছেন। এরপর রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ায় আইরিশ মেয়েরা।

আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০টায় মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

টিএ/

পড়ুন: গাজার শিশুদের ২৩ কোটি টাকা সহায়তা দিয়েছেন আইরিশ অভিনেত্রী
দেখুন: পাহাড় সমুদ্রের ছোঁয়া পেতে হিমছড়িতে ছুটছেন পর্যটকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন