25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

জিম করার সময় জনপ্রিয় বডিবিল্ডারের মৃত্যু

জিম করার সময় জিমের ভেতরেই মারা গেছেন ব্রাজিলের জনপ্রিয় বডিবিল্ডার হোসে মাতিউস কোরেয়া সিলভার। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৮ বছর।

জনপ্রিয় বডিবিল্ডারের মৃত্যু
জনপ্রিয় বডিবিল্ডারের মৃত্যু

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ফিটনেস কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন হোসে। এছাড়া তিনি বিভিন্ন বডিবিল্ডিং প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতেন। যার মধ্যে আছে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্ধুদের সঙ্গে জিম করার সময় হঠাৎ করেই ঢলে পড়ে যান হোসে। ওই সময় বড় ধরনের হার্ট অ্যাাটাকের শিকার হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তখন তাকে জাগিয়ে তুলতে চেষ্টা করা হয়। এরপর তার এক ফায়ার ফাইটার বন্ধু তাকে নিকটস্থ ফায়ার স্টেশনে নিয়ে যান। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

হোসে শুধুমাত্র বডিবিল্ডারই ছিলেন না। একই সঙ্গে তিনি ছিলেন আইনজীবী, পুষ্টিবিদ এবং ব্যবসায়ী। এই বডিবিল্ডারের আকস্মিক মৃত্যুর ঘটনায় বেশ অবাক হয়েছেন তার বন্ধু-আত্মীয়স্বজনসহ সবাই। কারণ তিনি শারীরিকভাবে বেশ ফিট ছিলেন। এছাড়া তার স্বাস্থ্যগত কোনো সমস্যাও ছিল না।

টিএ/

পড়ুন: আরও জনপ্রিয় হয়ে উঠছে নারী উদ্যোক্তা মেলা
দেখুন: চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন