বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আমাদের মাঝে আর নেই। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাদিয়া সুলতানা।
চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া মারা যান। সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সতীর্থ শুটার ও ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। তিনি কমনওয়েলথ শুটিংয়েও পেয়েছিলেন পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।
যা হয়েছিলো শুটার সাদিয়ার
তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেয়ের মরদেহ হাসপাতাল থেকে বের করার মুহূর্তে বাবা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই। দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।’
এনএ/
দেখুন: সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়