18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিলেন সাকিব!

প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে তার অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে। কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।

এবার ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে পরীক্ষা দিয়েছেন সাকিব। দেশের একটি দৈনিকের বরাতে জানা যায়, সেখানকার বিশেষজ্ঞদের সামনে কাল বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। তবে পরীক্ষায় মোট চার ওভার বোলিং করা সাকিব আশাবাদী, তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না।

গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে ১টি ম্যাচ খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তখন সারের ৮ জন ক্রিকেটার ছিলেন না। না থাকাদের মধ্যে ছিলেন দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্সও।

পরে ১ ম্যাচের জন্য সারের হয়ে খেলেন সাকিব, যা ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচ ছিল। টন্টনে কাউন্টিতে ফেরার ম্যাচে ৯ উইকেট নেন তিনি। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে।

সাকিব সেই ম্যাচে ৬৩ ওভার বল করেন। তবে তখন অবৈধ অ্যাকশনের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।

এদিকে সাকিবকে অবশ্য খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। তবে ইসিবির অধীন যেকোনো ম্যাচ খেলতে হলে তাকে অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। সে কারণেই ইসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব।

এ নিয়ে একটি সূত্র জানিয়েছে, অ্যাকশনের পরীক্ষায় সাকিব প্রথমে ৩ ওভার একটু জোরের ওপর বল করেন। পরে গতি কমিয়ে বল করেন আরও ১ ওভার।

আগামী ৭ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা সাকিবের। ইংল্যান্ড থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি।

দেখুন: পাকিস্তানের বোলিং লাইন আপ সবচেয়ে শক্তিশালী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন