25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আব্দুর রহমান (৩৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ডিসেম্বর) হিলি থেকে তাকে আটক করা হয়। 

ভারতীয় নাগরিক আটক
ভারতীয় নাগরিক আটক

আটককৃত ভারতীয় নাগরিক বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বিকেলে বিজিবির একটি টহল দল এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে।

এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

টিএ/

দেখুন: মহেশপুর সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন