21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কোটি টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারী আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। 

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলাধীন কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা দিয়ে কতিপয় চোরাকারবারী অভিনব পন্থায় ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ শাড়িসহ শেরপুর জেলা শহরের দিকে যাবে।

বিজিবির মোটরসাইকেল পোড়ালো চোরাকারবারিরা, গোলাগুলিতে নিহত ১
ছবিঃ সংগৃহীত

এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তাওয়াকুচা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছোট গজনী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল ০৫.৩০ টায় ছোট গজনী দিয়ে একটি পিকআপ শেরপুর জেলা শহরের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে পিকআপটিকে চ্যালেঞ্জ করে থামিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহলদল পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য-প্রায় ৭৫ লক্ষ টাকা।

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন।
ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি

আটককৃত ব্যক্তির নাম লিমন সিমসাং (৩৫) এবং সে ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে শাড়িগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল। পিকআপসহ জব্দকৃত শাড়ি ও আটককৃত ব্যক্তিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেখুন: ভারতীয় দুতাবাসের নিরাপত্তা জোরদার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন