দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাপমাত্রা আরও কমার আভাস রয়েছে। একই সঙ্গে সাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে, যা রূপ নিতে পারে লঘুচাপে।
এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে। শনিবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের এই জেলায় জেঁকে বসেছে শীত। যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। শীতের প্রকোপে কাবু জনজীবন। সাথে হিমেল হাওয়া এর তীব্রতা আরও বাড়িয়েছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ।
বেলা বাড়ার সাথে শীতের তীব্রতা কমলেও, গরম কাপড় ছাড়া বের হচ্ছেন না কেউ। শীত বাড়ায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।
দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ক্রমশ কমছে উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। বিপাকে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
দিনাজপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরেই নিম্নগামী তাপমাত্রার পারদ।
উত্তরের আরেক জেলা পঞ্চগড়েও জেঁকে বসেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। দুদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।