25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি কার্টন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। 

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

বেপজার নির্বাহী পরিচালক আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬ টার দিকে বেপজা গেটের বিপরীতে, ইউনিটি অ্যাক্সেসরিজ নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন, নেভানোর কাজ শুরু করে। পরে নৌবাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয়। 

প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তাদের ধারণা- শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে।

এর আগে, শনিবার সন্ধ্যার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে।

টিএ/

দেখুন: চট্টগ্রামে কী হয়েছিল মেহজাবিনের সাথে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন