তারল্য সংকটের শেয়ারবাজারে একদিকে নেতিবাচক প্রভাব অন্যদিকে মার্জিন ঋণে বিনিয়োগকারীদের নেগেটিভ ইক্যুইটি বাড়ছে বহুগুণ। এভাবে পতন দিয়েই সপ্তাহ শুরু করলো দেশের স্টক মার্কেট।
রোববার সপ্তাহের শুরুতেই সূচকের ব্যাপক পতন হলেও লেনদেন শেষ হয় প্রায় ১৫ পয়েন্টের পতনে। দৈনিক লেনদেন প্রায় দুই মাসের সর্বনিম্নে অবস্থান করছে ৩০০ কোটির নিচে। চলছে তীব্র তারল্য সংকট।
এদিকে নেতিবাচক প্রভাবে পুঁজি হারানার শঙ্কায় বিনিয়োগকারীরা। মার্জিন ঋণের যাতাকলে বিনিয়োগকারীদের নেগেটিভ ইক্যুইটির বাড়ায় বাড়ছে ফোর্সসেল আতঙ্ক। তবে আইন সংশোধন হলে এ শঙ্কা কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতিশীলতা ফেরানোর চেষ্টা চালানো হলেও আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের। পুঁজিপতিরা বিমুখ থাকায় লেনদেনও নেমে এসেছে তলানীতে। এ অবস্থায় শীর্ষ হাউজগুলোকে সক্রিয় করার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএ/