16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে জাফর সভাপতি, মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে জাফর আহমেদ (যুগান্তর) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ)।

এছাড়া কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট) নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে কার্যকরি সদস্য শামীম আল মামুন (যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), খন্দকার হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন), শামসুজ্জামান (কালের স্বর) নির্বাচিত হন।

প্রেসক্লাবের নির্বাচনের আগে

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত ৬ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রয় করা হয়। ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হয়।

প্রতি পদে এক জন করে প্রার্থী হওয়ায় এবং মনোনয়ন বাছাই শেষে কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৯ ডিসেম্বর সোমবার চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এ নির্বাচনে অন্য দুই কমিশনার হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা দিলো ময়মনসিংহ প্রেসক্লাব

দেখুন: বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর আয়োজনে ভাষার মাস পালন | Nagorik TV

দেখুন: ১ হাজার টাকায় টাঙ্গাইল ঘুরোঘুরি | সোলেমান হাজারী | Soleman Hazari | Travel Show

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন