ওয়ানডে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে ওয়ার্নার পার্কে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি দেখা যাবে নাগরিক টেলিভিশনে। সোমবার বিশ্রামে ছিল সফরকারীরা। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা হয়েছে। নতুন করে কৌশল নির্ধারণও। একাদশে আসতে পারে পরিবর্তন।
ছয় বছর ধরে ওয়েস্ট ইন্ডিজকে শাষণ করছে বাংলাদেশ। অন্তত ওয়ানডে ক্রিকেটে। শেষ চার সিরিজ টাইগারদের দখলে। সেই সাম্রাজ্যে এবার হানা দিয়েছে ক্যারিবিয়রা। কিছুটা চমকে দিয়ে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। তিন ম্যাচ সিরিজ বাঁচাতে দ্বিতীয়টায় জিততেই হবে সফরকারীদের।
একই মাঠ। সেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। একই পিচও বটে। ব্যবহৃত উইকেটে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি।
একাদশেও পরিবর্তন আসা নিশ্চিত। তিন পেসার তাসকিন, তানজিম সাকিব ও নাহিদ রানা তিনজনই ডানহাতি। একই ধরণের গতিকে প্রাধান্য দিয়ে বল করে। তাই বৈচিত্র আনতে হাসান মাহমুদ ও শরিফুলের একজনের সম্ভাবনা বেশি একাদশে ঢোকার। প্রথম ম্যাচে টস জেতা বাংলাদেশ ২৯৪ করেও খুশি হয়েছিল। তানজিম হাসান সাকিব, মেহেদি মিরাজ, মাহমুদউল্লাহ, জাকের আলীদের ইনিংসগুলো বড় হয়নি। তাতেই ম্যাচ শেষে আক্ষেপ।
র্যাঙ্কিং আর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ভাবনা ভাবাচ্ছে বাংলাদেশকে। সেরা নয়ে থাকার চেষ্টায় বাংলাদেশ। এখন নয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ঠিক পেছনে।