25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি কবে, কোথায় দেখা যাবে?

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও পাকিস্তান আয়োজক থাকবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। টুর্নামেন্ট নিয়ে চরম ধোঁয়াশা থাকলেও বিশ্বভ্রমণ শুরু করে দিয়েছে অনেক আগে।

দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ১৬ নভেম্বর পাকিস্তান থেকে ভ্রমণ পর্ব শুরু হয়েছে।

২৫ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ট্রফিটি অবস্থান করছিল। ইতোমধ্যে চলে এসেছে বাংলাদেশেও। আজ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটি। আগামী তিনদিনের জন্য দেশেই অবস্থান করবে।

আফগানিস্তান পর্ব শেষ করে আগামীকাল বুধবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে রাখা হবে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কক্সবাজার পর্ব শেষ করে এটি ঢাকায় নিয়ে আসা হবে। তার পর ১২ ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। 

পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এটি রাখা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এরপরই মূলত ঢাকা ছাড়বে এটিফি। বাংলাদেশ পর্ব শেষ করে ১৫ থেকে ২২শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে।

দেখুন:

দেখুন: বিশ্বকাপ ট্রফি আসার তারিখ জানালো বিসিবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন