25 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

উত্তরে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে, জবুথবু জনজীবন

উত্তরের জেলা নওগাঁয় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় গত কয়েকদিন ধরেই একই পরিস্থিতি। তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। হাঁড় কাপানো শীতে দেশের উত্তর এবং দক্ষিন-পশ্চিমে বিপর্যস্ত জনজীবন।

গত দুই দিন কিছুটা গরম থাকলেও, আজ আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁয়। ঘন কুয়াশা আর হাঁড় কাপানো শীতে জবুথবু জনজীবন। কুয়াশার কারণে জেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

শীতের তীব্রতা বাড়ায়, দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ পৌছেছে চরমে।

হিমালয় ছোঁয়া উত্তরের আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা।

যানবাহন ও মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। সূর্যের দেখা না মেলায়, দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।

উত্তরে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে, জবুথবু জনজীবন

তাপমাত্রা কমে শীত বেড়েছে দেশের সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলায়। শরীরে কাঁপন ধরাচ্ছে হিমেল বাতাস। আজ তাপমাত্রার পারদ নেমেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়দিন আকাশ স্বচ্ছ থাকলেও, আজ হঠাৎই তাপমাত্রা কমে তীব্র হয়েছে শীত। আগামী সপ্তাহে শীতের তিব্রতা, আরো বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএ/

আরও পড়ুন: ঢাকাসহ উত্তরের জেলাগুলোয় কুয়াশা আরও দুই দিন

দেখুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন