শেয়ারবাজারে অনিয়ম ও অস্থিতিশীল রোধে একের পর এক জরিমানা করছে কমিশন। কিন্তু তা আদায়ে সংশয় তৈরি হলেও সে ইস্যুতে বারবার অস্থিতিশীল হয়ে উঠছে শেয়ারবাজার।
হাজার কোটি জরিমানায় অস্থিতিশীল শেয়ারবাজার:
বিএসইসির বর্তমান পর্ষদ দায়িত্ব গ্রহণ করার পর ৯ কোম্পানিতে শেয়ার কারসাজি করায় জরিমানা হয়েছে প্রায় হাজার কোটি টাকা। পরিচিত, হেভিওয়েট ও গেল সরকারের ছত্রছায়ায় ব্যবসা করা ৫০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে এই জরিমানা। কিন্তু এখনো পর্যন্ত জরিমানার কোন অর্থ জমা দেয়নি কেউই। কারণ আদায়ের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ।
এদিকে যতবারই কারসাজির ইস্যুতে জরিমানা করা হয়েছে ততবারই পতনের পড়েছে । টানা ৫ কার্যদিবসের পতনে বুধবার সূচক নেমেছে দেড় মাসের সর্বনিম্নে। দৈনিক লেনদেনেও নেই প্রাণ।
বর্তমান পরিস্থিতি আলোর মুখ দেখছে না। এ অবস্থায় বিনিয়োগকারীদের চেয়ে থাকতে হবে আগামী বছরের দিকে।
কমিশনের এনফোর্সমেন্টে অ্যাকশনের শো-ডাউনে, জরিমানা যেমন তাতক্ষণিক করা হচ্ছে আদায়ের ক্ষেত্রেও নিতে হবে সেই ব্যবস্থা। প্রয়োজনে আইন সংস্কার করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএ/
দেখুন: ফের বেড়েছে আলুর দাম, বাজারে সয়াবিন তেলের সঙ্কট
আরও: দেশ অস্থিতিশীলের ছক থাকলে হালকাভাবে দেখার সুযোগ নেই: জামায়াতে আমির