17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

সমুদ্রে আটক ৭৮ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ভারত

সমুদ্রে ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের ওড়িশা রাজ্যের পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন জেলের আটক হওয়ার দু’দিন পর ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে- তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা বলেছেন, ‘আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

পুলিশের এই ডিএসপি বলেন, ‘গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল এবং পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয় তাদের যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে। এখন তাদের (বাংলাদেশে) ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এনএ/

আরও পড়ুন: আটক বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড

দেখুন: বাংলাদেশের চেয়ে কম দামে ভারতে মিলছে ইলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন