সেন্টমার্টিন ভ্রমণ সরকারের বিধিনিষেধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেন্টমার্টিন ভ্রমণে সরকারের দেয়া বিধিনিষেধ প্রত্যাহারে হাইকোর্টে রিট করেন সেখানকার বাসিন্দা আব্দুল মালেক।
সেন্টমার্টিন ভ্রমণে সরকারের দেয়া বিধিনিষেধ প্রত্যাহারে হাইকোর্টে রিট করেন সেখানকার বাসিন্দা আব্দুল মালেক।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৮ নভেম্বর পরিবেশ মন্ত্রণালয় সচিবের কাছে সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেক।
আবেদনে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে পর্যটকরা দিনে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি পেলেও রাত্রিযাপন করতে পারবেন না। এছাড়া গড়ে প্রতিদিন ২ হাজারের অধিক পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং কোনো প্রকার আলোকসজ্জাসহ বারবিকিউ পার্টি করতে পারবেন না।
এসব সিদ্ধান্তের ফলে সেন্টমার্টিনের মানুষজনের কর্মসংস্থান অতি সীমিত হয়ে গেছে। অনেকেই বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যেখানে দেশের অর্থনীতি বর্ধিত হওয়ার কথা, সেখানে এসব সিদ্ধান্তের ফলে পর্যটন শিল্পে ধস নামছে। এজন্য জরুরি ভিত্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। এই আবেদনের পরও ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট করেন আব্দুল মালেক।
এনএ/