20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তিন যাত্রী নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১০ জন।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তিন যাত্রী নিহত
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে তিন যাত্রী নিহত

পুলিশ জানায়, সকাল সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে থাক্কা লাগে। এসময় বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অরো ১০/১২ জন। তৎক্ষনিকভাবে পুলিশ নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

মিয়ারবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স এ ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টিএ/

দেখুন: কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাড়ছে আঙুর চাষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন