18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উত্তেজনা, কার্যালয়ে অবরুদ্ধ ডিজি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সংস্থার বিক্ষুব্ধ কর্মীরা।

কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। ফলে অধিদফতরের আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকার অভিযোগে তারা ডিজিকে অবরুদ্ধ করেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

তারা অভিযোগ করে বলেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।

উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন। এদিকে অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে। 

এ বিষয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। তবে হঠাৎ এভাবে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।

টিএ/

দেখুন: ঝিনাইদহে ৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন