19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানীতে এখনো খানা-খন্দে ভরা সড়ক!

রাজধানীতে দুভোর্গের অপর নাম হয়ে দাড়িয়েছে সড়ক। খানা-খন্দে ভরা সড়কে, যানবাহনে ধীর গতিতে হয় তীব্র যানজট। ঘটে নানা দুর্ঘটনা। রাজধানী বাসীর অভিযোগ সিটি করপোরেশনের উদাসীনতার জন্য পোহাতে হচ্ছে দুভোর্গ। সিটি কর্পোরেশন বলছে কিছুটা দেরি হলেও জানুয়ারির মধ্যেই শুরু হবে নতুন কাজ।

ঢাকার প্রবেশ মুখে কমলাপুর মুগদা সড়ক,প্রথম দেখায় মফস্বলের সড়ক মনে হলেও খোদ রাজধানীর বুকেই এমন চিত্র। টানা বর্ষা কিংবা বন্যা নেই তবুও হাঁটু সমান পানিতে তলিয়ে আছে সড়কটি। পানি জমে ভেঙ্গে গেছে সড়কের অবকাঠামো। সৃষ্টি হয়েছে বিশাল আকারের গর্ত।

এখনো খানা-খন্দে ভরা সড়ক!
এখনো খানা-খন্দে ভরা সড়ক!

খানা খন্দে ভরা সড়কটি তে কিছুক্ষণ যেতে না যেতেই দেখা মিলবে ইটের স্তর। মুল সড়কের এমন পরিস্থিতিতে হরহামেশাই দূর্ঘটনায় পরে পথচারীরা।

শুধু দক্ষিণ সিটি করপোরেশন নয় উত্তরের চিত্র একই। দক্ষিণখানের সড়ক গুলো যেন পাল্লা দিয়ে খারাপ হচ্ছে। বিশাল আকারের গর্ত,পানি,কাঁদা কিংবা ধুলা সবই মিলবে এখানে। স্থানীয়দের অভিযোগ সিটি করপোরেশনের উদাসীনতার কারনেই সড়কের এই বেহাল দশা।

মান সম্পন্ন উন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মুক্তি মিলবে এই দূভোর্গ থেকে বলছেন বিশেষজ্ঞরা।

তবে দুভোর্গের কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের কথা জানান সিটি করপোরেশন।

টিএ/

দেখুন: অচেনা রাজধানী, অজানা অপরাধ জগতে দিশাহীন পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন