জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। বিজয়ের ৫৪ বছর। হাতে পতাকা আর ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কুয়াশা ভেদ করে জেগে উঠেছে লক্ষ্য শহীদের রক্তে রঞ্জিত বীর বাঙালি। তার মাঝেই বিজয় উৎসব। সমৃদ্ধ, সম্ভাবনাময় ও দুনীর্তিমুক্ত দেশের স্বপ্নের কথা বলছে সাধারণ মানুষ। যাদের কন্ঠে অতৃপ্তির মাঝে তৃপ্তি ছিল বেশি।
যে পরাধীন ছিল সে ই জানে মুক্তি স্বাদ। এই ভূখন্ডের মানুষ তা জেনেছিলো ৫৩ বছর আগে। পেয়েছিলো ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার।
আবদার কিংবা করুণায় নয় স্বাধীন হবার তীব্র আকাঙ্খায় মুক্তিকামী জনতা রক্ত,মৃত্যু ও কান্না সব পেরিয়ে পেয়েছে এই বিজয়।
সত্যিই, এই ঋণ কখনোই শোধ হবার নয়। কুয়াশা আর মেঘে ডাকা সূর্য যতক্ষণে উত্তাপ ছড়ালো জাতীয় স্মৃতিসৌধে ততক্ষণে নেমেছে মানুষের ঢল। শিশু থেকে বুড়ো সবার হাতে ফুল আর বসনে লাল-সবুজ। নানা রংয়ের আর নানা নামের ফুলে ভরে গেছে স্মৃতিসৌধের বেদী।
স্বাধীনতার এতো বছরেও প্রাপ্তির তৃপ্তি যেমন আছে তেমনি আছে অতৃপ্তিও।
এ বছর বিজয় দিবস উদযাপিত হচ্ছে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ একটি সময়। তাই অনেকে বলছেন রাজনৈতিক অস্থিরতা যেন দেশের অগ্রগতির চাকা স্লথ করে না দেয়। সব দল মতের মানুষ যেন এগিয়ে নেন দেশকে।
টিএ/