এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫শর বেশি মানুষ। শনাক্ত হয়েছেন ১ লাখের বেশি। শীত মৌসুমেও ডেঙ্গু চোখ রাঙ্গাচ্ছে। কিটত্বত্তবিদরা বলছেন, মশা নিধনে প্রচলিত কীটনাশক কতোটুকু কার্যক্ররী তা পরীক্ষা নীরিক্ষা করা উচিৎ।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখের বেশি। এদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৪৫ জন। আর ঢাকার দুই সিটির সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর সিটি করপোরেশনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫শ বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে ৩৮৬ জন। আর সবচেয়ে কম প্রাণহানী হয়েছে ১ জন চট্টগ্রাম সিটি করপোরেশনে। এখনো সারাদেশে হাসপাতালে ভর্তি আছে হাজারেরও বেশি রোগী।
একসময় শীতকালে যেমন ডেঙ্গু আক্রান্ত থাকতো না তেমনি গ্রামে শনাক্ত হতো না ডেঙ্গু রোগী। দিন পাল্টানোর সাথে সাথে বছরব্যাপী পাওয়া যাওয়া ডেঙ্গু রোগী সেই সাথে বিস্তৃতি লাভ করেছে সারাদেশে। কিটত্বত্তবিদরা বলছেন, মশা নিধনে প্রচলিত কিট কতোটা কার্যক্রর তা পরীক্ষা করা উচিৎ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানী যাতে না ঘটে তাই আক্রান্ত হলে চিকিৎসকরে পরামর্শ নেয়ার কথাও বলেন তারা।
এনএ/