19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল তেল আবিবে, আহত ১৬

ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। এতে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

তবে এক্স এ দেয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।

ক্ষেপণাস্ত্রটি কারা ছুড়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে।

এনএ/

আরও পড়ুন: ইয়েমেনে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ৮৪

দেখুন: আ ল কায়ে দার হাত থেকে কিভাবে ফিরলেন সুফিউল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন