18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মতিঝিলে ১১ মামলার আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য জাকির গ্রেফতার

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনো এলাকা থেকে ১১ মামলার এজাহারনামীয় আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ জাকিরকে (৩৪) গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। আজ রবিবার (২২ ডিসেম্বম্বর ২০২৪খ্রি.) রাত ০৩:৩০ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিবার রাত ০৩.৩০ ঘটিকায় মতিঝিল থানার এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মোঃ জাকিরকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক সহ  ১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সূত্রে আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই করা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয় করতো।

গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

টিএ/

দেখুন: ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন