বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পালার্মেন্টের মাধ্যমেই নতুন দেশ গড়তে হবে। পতিত সরকার পালিয়ে গেলেও নানা ষড়যন্ত্র করছে। নতুন করে বিভ্রান্ত ছড়াচ্ছে। সেজন্য সবাইকে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে। পঞ্চগড়ে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সাম্য সম্প্রতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনসভার আয়োজন করা হয় পঞ্চ গড়ের বোদায়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব।
৭১ আমরা ভুলতে পারিনা বা ভোলা সম্ভব না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নতুন যে সুযোগ এসেছে দেশ গড়ার জন্য তাই কাজে লাগাতে হবে।
বিএনপি নেতারা বলেন,সাধারণ মানুষ সংস্কার বোঝে না। বোঝে ভোট যাতে নির্বাচিত সরকারের মাধ্যমে ভালোভাবে থাকা যায়।
এনএ/