19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

নিপসমে কীটতত্ত্ব বিভাগের সেমিনার অনুষ্ঠিত

আজ (২২ ডিসেম্বর) “লঙ্গিচুডিন্যাল সিনারিও অফ এডিস মসকিউটো ইন ঢাকা সিটি এন্ড ওয়ে ফর‌ওয়ার্ড টু প্রিভেন্ট ইটস্ কনসিকোয়েন্সেস” শীর্ষক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে এন্টোমলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ গোলাম ছারোয়ার বলেন, মশকের ঘনত্ব জরিপে যেসকল ইনডেক্স ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনডেক্স হল ব্রটো ইনডেক্স বা বিআই। এই বিআই এর মান ২০ এর উপরে হলে‌ই মশকের ঘনত্ব বিপদ সীমা ছাড়িয়ে গেছে বলে ধরা হয়।

এন্টোমলজি বিভাগের প্রধান অধ্যাপক বলেন, ২০২৪ সালে মৌসুমী ঋতু পূর্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ টি ওয়ার্ডের মধ্যে ১২ টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ টি ওয়ার্ডের মধ্যে ২৯ টিতেই বিআই ২০ এর উপরে। ২০২৪ সালের মৌসুমী ঋতুর জরিপে দেখা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ টি ওয়ার্ডের মধ্যে ২১ টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ টি ওয়ার্ডের মধ্যে ৩৫ টিতেই বিআই ২০ এর উপরে। এবং ২০২৩ সালে মৌসুমী ঋতু পূর্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ টি ওয়ার্ডের মধ্যে ২৭ টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ টি ওয়ার্ডের মধ্যে ৩৫ টিতেই বিআই ২০ ছিল।

তিনি বলেন, ২০২৩ সালের মৌমুমী ঋতুর জরিপে দেখা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ টি ওয়ার্ডের মধ্যে ২৯ টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ টি ওয়ার্ডের মধ্যে ৩৫ টিতেই বিআই ২০ এর উপরে। আর ২০২৪ সালের মৌসুমী ঋতুর জড়িপে বিআই এর সর্বোচ্চ মান দেখা গেছে ৭০ যা অত্যন্ত বিপজ্জনক।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে সারাদেশে সারাবছরই ডেঙ্গু আতঙ্ক বিরাজ করবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বসম্মতিক্রমে বেশকিছু সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় যেমন জনসাধারণের সচেতনতা ও সম্পৃক্ততা নিশ্চিত করা।

সেমিনারে দেশে উন্নত টেকনোলজি সমৃদ্ধ ল্যাবরেটরি স্থাপনসহ উন্নতমানের গবেষণা নিশ্চিত করাসহ ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ষ্ট্রাটেজিক প্লান ২০২৪-২০৩০ এর যথাযথ বাস্তবায়ন করার কথা বলা হয়।

এসময়, কীটতত্ত্ব বিভাগের প্রভাষক ডা. নিলুফার ইয়াসমিন নিলি ও ডা. দিলখুশ জাহান উপস্থাপন করেন। নিপসমের সকল সম্মানিত অনুষদ ও এমপিএইচ এবং এমফিল এর সকল ফেলো গণ সেমিনারে অংশগ্রহণ করেন।

এনএ/

আরও পড়ুন: বাংলাদেশের উপজেলাগুলোর টপোগ্রাফিক প্রণয়ন নিয়ে সেমিনার

দেখুন: ডেঙ্গু পরীক্ষায় ৬০ শতাংশই পজিটিভ, মৃ ত্যু বেশি নারীদের 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন