ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে ।
শীতের আগমনে, গত কয়েকদিনে সারা দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। ঘন কুয়াশা বাড়ার সাথে সাথে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও।
মধ্যরাতে, কুমিল্লা সদর উপজেলা পালপাড়া এলাকায়, দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষে, ঘটনাস্থলেই নিহত ৩ আরোহী।
নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিন জনই মারা যান।
একই দিনে, ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজার অদূরে, কাভার্ড ভ্যানের সাথে ঢাকাগামী প্রাইভেটকার সংঘর্ষে এক নারীর মৃত্যুসহ আহত হয়েছে আরও ৫ জন। ঘন কুয়াশায় কারণে এ দূর্ঘটনা ঘটে বলে জানান, সেখানে কর্তব্যরত কর্তব্যরত হাইওয়ে পুলিশ।
এদিকে, নাটোর-বগুড়া মহাসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যুসহ, অন্তত ৯ জন আহত। প্রত্যক্ষদর্শিরা জানান, বালু ও পাথর বোঝাই দুটি ট্রাকের সাথে পিছন থেকে আসা ৪টি ট্রাকের ধাক্কায় একজন মারা যায়। এ ঘটনায় পর বন্ধ রয়েছে যান চলাচল ।
ঘন কুয়াশায়, এসব দুর্ঘটনা এড়াতে সাবধানে যন যানচলালের আহ্বান পরিবহন বিশেষজ্ঞদের।
টিএ/