18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, ২ ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়াও টিআর-কাবিখা-কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজেদের নামে শত শত কোটি টাকা এত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন।

এ সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে। দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তারা দেশত্যাগ করলে তদন্ত কাজ বিঘ্নিত হতে পারে এবং দেশে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক।

টিএ/

দেখুন: বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের দেড় ডজন মন্ত্রী এমপি?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন