20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

নতুন বছরের শুরুটা হতে পারে শৈত্যপ্রবাহ দিয়ে

দেশজুড়ে নতুন বছরের শুরুটা হতে পারে শৈত্যপ্রবাহ দিয়ে। জানুয়ারিতে দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

নতুন বছরের শুরুটা হতে পারে শৈত্যপ্রবাহ দিয়ে

সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের বাকি সময়ে দেশের দু–একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাসের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। আগামী মাসের বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগর থেকে আসা মেঘের কারণে শীতল বাতাসের প্রভাব কিছুটা কমেছে। তবে জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রবল।  

আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। তাই এই দুই জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে দেশের বাকি এলাকায় হালকা শীত থাকছে।

এনএ/

আরও পড়ুন: ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ

দেখুন: ১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সামনে শীত বাড়বে আরও

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন