21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ফেসবুক আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্ব-উদ্যোগে মামলা গ্রহণ করে  ফেসবুক আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণার সাথে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই,বগুড়া জেলা। গ্রেপ্তারকৃতরা হলেন ১। মোঃ নাঈমুল ইসলাম@নাঈম (১৯),পিতা-মোঃ মোখলেছার রহমান,মাতা-মোছাঃ কাজলী বেগম,গ্রাম-বুড়াইল বাজার,থানা-পরশুরাম,জেলা-রংপুর এবং ২। মোঃ আবরার গালিব (২০),পিতা-মোঃ মুক্তার রহমান কাজল,মাতা-মোছাঃ হাবিবা বেগম,গ্রাম-আমাশুকুকরুল,থানা-পরশুরাম,জেলা-রংপুর। 

মামলার বাদীনি মোছাঃ রুবাইয়া জাহান পেশায় একজন অনলাইন উদ্যোক্তা। তিনি সদর থানা বগুড়ায় হাজির হয়ে এই মর্মে এজাহার দায়ের করেন যে,গত ০৫/১২/২০২৪ খ্রিঃ রাত্রী অনুমান ০১.০০ ঘটিকায়  বাদীনির বসত বাড়ীতে অবস্থান করা কালীন বাদীনির বান্ধবী উম্মে সুমাইয়া এর ফেসবুক হইতে বাদীনির ফেসবুকে মেসেজে ওয়ালটন কোম্পানীর অফার নিয়ে আলাপ আলোচনা হয় এবং তার একটু পর বাদীনির ফেসবুক আইডি হ্যাক হয়। বাদীনি সাথে সাথে তার ফেসবুকে লগইন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিষয়টি বাদীনি তার বান্ধবী উম্মে সুমাইয়া’কে অবহিত করলে জানায় সে কোন মেসেজ বাদীনিকে সেন্ড করে নাই এবং গত ২৮/১১/২০২৪ খ্রিঃ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যক্তি তার একাউন্টটি হ্যাক করে পরিচালনা করে আসছে।

গত ০৫/১২/২০২৪ খ্রিঃ দুপুর ০২.০০ ঘটিকা হইতে ০৬.০০ ঘটিকা পর্যন্ত বাদীনির পরিচিত অনেক আত্নীয় স্বজন ও বন্ধু-বান্ধব বাদীনিকে কল দিয়ে জানায় যে,বাদীনির ফেসবুক আইডি থেকে তাদেরকে মেসেজে জানানো হয়েছে,বাদীনি বিপদে পড়েছে এমন তথ্য প্রদান করে তাদের কাছে বিকাশ নম্বরে টাকা চাওয়া হয়েছে। বাদীনির পরিচিত অনেকেই সরল বিশ্বাসে বিভিন্ন অংকের টাকা প্রদান করে। বাদীনির আবেদনের প্রেক্ষিতে সদর থানা,বগুড়ার মামলা নম্বর-৫৪,তারিখ-২১/১২/২০২৪ খ্রিঃ,ধারা-৪০৬/৪১৯/৪২০/৩৪ পেনাল কোড মামলাটি রুজু হয়। মামলাটি তদন্তাধীন অবস্থায় পিবিআই এর সিডিউলভুক্ত হওয়ায় গত ২২/১২/২০২৪ খ্রিঃ পিবিআই,বগুড়া জেলা স্ব-উদ্যোগে মামলাটি গ্রহণ করে। 

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল এর সঠিক  ও দিক নির্দেশনায় পুলিশ সুপার,পিবিআই বগুড়া জনাব শাহ মমতাজুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাজমুল হক মামলাটির তদন্ত শুরু করে। মামলাটির তদন্তকালে সাক্ষ্য প্রমাণে,গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হন যে, এজাহারে উল্লিখিত ঘটনার সাথে তদন্তেপ্রাপ্ত আসামীদ্বয় প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। উক্ত আসামীদ্বয়কে গ্রেপ্তারের লক্ষ্যে  একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে গত ২৩/১২/২০২৪ খ্রিঃ তদন্তেপ্রাপ্ত আসামী ১। মোঃ নাঈমুল ইসলাম@নাঈম (১৯),পিতা-মোঃ মোখলেছার রহমান, মাতা-মোছাঃ কাজলী বেগম, গ্রাম-বুড়াইল বাজার, থানা-পরশুরাম, জেলা-রংপুরকে এবং ২। মোঃ আবরার গালিব (২০), পিতা-মোঃ মুক্তার রহমান কাজল, মাতা-মোছাঃ হাবিবা বেগম, গ্রাম-আমাশুকুকরুল, থানা-পরশুরাম, জেলা-রংপুরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকালীন সময়ে তাদের নিকট হইতে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সীম জব্দ করা হয়েছে। আসামীদ্বয় প্রাথমিকভাবে স্বীকার করেছে যে,তারা দীর্ঘদিন যাবত অনলাইন হ্যাকিং সহ প্রতারণার সাথে জড়িত এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন প্রাথমিকভাবে পর্যালোচনায় প্রায় পঞ্চাশ এর অধিক ফেসবুক আইডি হ্যাক এর তথ্য পাওয়া যায়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে গ্রেফতারকৃত আসামী মোঃ নাঈমুল ইসলাম@নাঈম ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

এনএ/

আরও পড়ুন: মানুষের কাছে ফিলিস্তিন সংবাদমাধ্যমের খবর পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক

দেখুন: বারিধারা থেকে ডা. দীপু মনি গ্রেপ্তার, নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন