20 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

গাজীপুরের শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এতে প্রায় তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারী যাত্রীরা।

শ্রমিকরা জানায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় হারডি অ্যাসোসিয়েট কারখানাতে গত দুই মাসের বেতন বকেয়া। মালিকপক্ষ বার বার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেও দেয় দিচ্ছি বলে দেয়নি। তাই বেতনের দাবিতে সকালে কারখানায় গেটে এসে জড়ো হন তারা। 

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ- ২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল। মহাসড়ক ছেড়ে দিতে একাধিকবার তাদের অনুরোধ করা হয়। পরে জনসাধারণের মহাসড়কে চলাচলে দুর্ভোগ বিবেচনা করে ছত্রভঙ্গ করে দেওয়া হলে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এনএ/

আরও পড়ুন: গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

দেখুন: পোশাক কারখানায় চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে আবারও উত্তাল গাজীপুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন