ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ে ‘আঘাতজনিত কারণে’ প্রাণ হারানো ছয়জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে, যাদের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
এ মৃতদেহগুলোর বিষয়ে শুক্রবার বিকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেল।
লিখিত বক্তব্যে সেল সম্পাদক হাসান ইনাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলের মর্গে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে।
সেলের একটি দল এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ছয়টি লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে।
মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।
এ সময় জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে।