পহেলা ফেব্রুয়ারী থেকে বন্ধ হচ্ছে পর্যটকদের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণ। এ বিধি নিষেধ জারি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।
দেশের সর্ব দক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্টমার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে ছয় ঘন্টা জাহাজ যাত্রা শেষে দ্বীপটি তে পৌঁছান পর্যটকরা। সাগরের বিশাল জলরাশি আর অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে সকলকে।

সেন্টমার্টিন দ্বীপে প্রতি বছর পহেলা অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা কিন্তু এ বছর পর্যটক সীমিত করার পাশাপাশি নানা বিধি নিষেধ জারি করে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা।
জাহাজ চলাচলের সময়সীমা আরো ১ মাস বাড়ানোর দাবীতে মানববন্ধন করে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আশঙ্কা করছেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায়।
পর্যটন সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও জাহাজ চলাচলের সময়সীমা বাড়ানোর সুযোগ মেলেনি। এ সিদ্ধান্তে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারাবে হাজারো মানুষ জানান সাবেক এই সাংসদ।

সরকারের দিক নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন। অতীতে এ রকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি তে যাতায়াতের সুযোগ করে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী।
এনএ/