27 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মাঘ বিদায় নিলেও পঞ্চগড়ে এখনও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

মাঘ মাস বিদায় নিলেও দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা। ফাল্গুনের প্রথম দিনে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, প্রায় দুই সপ্তাহ পর তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছে। সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের কুয়াশা কেটে যাওয়ার পর ঝলমলে রোদ দেখা গেছে। বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। তবে নিম্ন আয়ের মানুষদের শীতে আয়-রোজগার কমে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে।

সন্ধ্যা নামার সাথে সাথে বাতাশের সঙ্গে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এ জেলার। তাপমাত্রা কম ও হিমেল হাওয়ার প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

এনএ/

দেখুন: পঞ্চগড়ে নিরব চা বিপ্লব: কর্মসংস্থান বেড়েছে, কমেছে অপরাধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন