তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে আজ থেকে লালমনিরহাটে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে নদী রক্ষা আন্দোলনের নেতারা এ কর্মসূচির আয়োজন করেছেন।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১টি পয়েন্টে আন্দোলনকারীরা যোগ দিয়েছেন।

দুই দিনের অবস্থানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে এবং রাত্রিযাপনের জন্য প্যান্ডেলসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। পদযাত্রা, আলোচনা, মশাল প্রদর্শন এবং ডকুমেন্টরি প্রদর্শনের মতো বিভিন্ন কর্মসূচিও থাকবে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকবেন।
মানুষ এ আন্দোলনে অংশ নিয়ে নদীটির করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান এবং নদীতে বাঁধ ও খননের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, সকাল থেকে বিভিন্ন স্থান থেকে লোকজন আসা শুরু করেছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
এনএ/


