30 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে: বেবী নাজনীন

বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন।

গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাউরতলা গ্রামের মীর বাড়িতে পারিবারিক কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বেবী নাজনীন বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্রজনতা আন্দোলনে তারা আমাদেরকে দেশে ঢোকার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বদলেছে, রাজনীতিও বদলেছে এবং সামনে আরো বদলাবে। একদিনে সবকিছু ঠিক হয়ে যায় না।’

তিনি বলেন, ‘বিএনপি একটি শক্তিশালী ও বড় দল। এই দলের সঙ্গে সবাই আছে। আগামি রাজনীতি ও স্ট্র্যাটেজি সবকিছুই, দলে নীতি নির্ধারক যারা আছেন তারা সবাই মিলে ও তারেক রহমান ফিরলে ইনশাআল্লাহ দল সংগঠিত আরো হবে। ভোটের রাজনীতিও প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমি নেত্রকোনায় এসেছি আমাদের দলের একটি ছেলে তার নাম মিজান। তার মায়ের পারিবারিক কবর জেয়ারত করতে। মিজান খুবই ত্যাগী ও নিবেদিত এবং দলকে ভালবাসে। দীর্ঘদিন ধরে সে যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে সব রকমের মিটিং মিছিল করতো এবং চমৎকার শ্লোগান দিতো। গত ৫ আগস্ট আন্দোলনে আমরা তখন যুক্তরাষ্ট্রের রাজপথেই ছিলাম। টাইম স্কয়ারে আমরা বড় যে আন্দোলনটি করেছিলাম বিশাল পতাকা নিয়ে। সেখানে মিজান ও আমরা একসাথেই ছিলাম। আন্দোলন করেছি এবং মিজানকে দিয়ে শ্লোগান দেওয়াতাম।’

এক-এগারোতে জিয়া পরিবারের পক্ষে দুঃসাহসী ভূমিকা পালনকারী, সাবেক ছাত্রদল নেতা বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী, মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান। তিনি ফ্যাসিস্ট সরকারে আমলে ১৭ বছর নির্বাসিত প্রবাসি জীবন কাটিয়ে গত তিনদিন আগে দেশে ফেরেন। নেত্রকোনার দুর্গাপুরের মীর বাড়ির বীরমুক্তিযোদ্ধা মীর মালেকের ছেলে। তার মা’সহ হারানো স্বজনদের মাগফেরাত কামনায় মীর বাড়িতে আয়োজন করা হয় পাঁচ হাজার মানুষের মধ্যাহ্নভোজ।

মীর মিজান দেশে ফিরে মায়ের কবর জিয়ারত করতে তার সফরসঙ্গী হয়ে আসেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জননন্দিত কন্ঠশিল্পী বেবী নাজনীন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. বাদরুল রহমান খানসহ কেন্দ্রীয় বিএনপির অনেক নেতা-কর্মীবৃন্দ।

এসময় ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে প্রয়াত মা, দাদীসহ পরিবারে ১৪ জন মৃতুবরণ করেছেন। তাদের মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি। তাদের মৃত্যু পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা চেহলাম, কুলকানি সেগুলোতে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে।’

মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. বাদরুল রহমান খান বলেন, ‘নারীর টানে, ভালবাসার টানে এবং মিজানের প্রতি আমাদের দায়িত্ব ও অনুভূতির জন্য, তার প্রতি ভালবাসা সবকিছু মিলিয়ে তাকে দেখতে এসেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর দীর্ঘ ১৭ বছর মিজান দেশে ফিরলো তার মাতৃভূমি ও বাবা-মায়ের কাছে। তার বেঁচে নেই। খুবই ইচ্ছা ছিল মিজান বাংলাদেশে আসলে তার সাথে তার মায়ের কবর জিয়ারত করতে যেন আমি আসি।’

এনএ/

দেখুন: রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি বিএনপি,বললেন উপদেষ্টা নাহিদ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন