ঝিনাইদহের শৈলকূপার ২ং মির্জাপুর ইউনিয়ন এর চড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন আট জন। সংঘর্ষে ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি স্থানীয় আওয়ামী লীগের সমর্থক সেলিম তাদের উপর এ হামলা চালান।
জানান যায়, স্থানীয়, বিএনপির নেতা বাচ্চু কয়েকজন আওয়ামী লীগের সমর্থকদের নিজ দলে আশ্রয় দিয়ে রেখেছেন। ভুক্তভোগীরা স্থানীয় মাতব্বর আতিয়ার গ্রুপের সমর্থক। স্থানীয় আওয়ামী লীগের নেতা সেলিম ও আতিয়ারের মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে ভুক্তভোগী সুমন মাঠের কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, প্রতিপক্ষরা তাদের বাড়িতে আগুন দিতে চেষ্টা করছে। এসময় বাধা দিলে সুমন সহ আহত হন ৮ জন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয় ।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। আহতদের কে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, এ ঘটনা শোনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে । মারামারিতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে । এখনও কোন মামলা হয়নি । ঘটনার সাখে জড়িতদের আটকের চেষ্টা চলছে ।
এনএ/