33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে মালিকবিহীন ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা কলমাকান্দা উপজেলার সন্ন্যাসীপাড়া এলাকা থেকে এসব মাদক জব্দ করে।

৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধিনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১/৫ এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন।

তিনি আরও জানান, আমদানী নিষিদ্ধ জব্দকৃত ভারতীয় এসব মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এনএ/

দেখুন: ফুটপাতে বিক্রি হচ্ছে মদের বোতল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন