33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নেত্রকোণায় ৫৯৮ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ২জন আটক

যৌথ বাহিনীর অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় ৫৯৮ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৭৮ হাজার চারশো টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ও দুইটি বাটন মোবাইল সেট, ১২টি মোবাই সিম এবং তিনটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন।

বৃহস্পতিবার বিকেলে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক রাখা ও ব্যবসা পরিচালনা করা অপরাধে আদালতে প্রেরণ করা হবে।

আটককৃতরা হলেন- মদন উপজেলার আলমশ্রী গ্রামের মৃত ইনসানের ছেলে মো. জাহান (৩০) ও তার ছোট ভাই মো. লিজন (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এরআগে গত বুধবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে আটককৃতদের নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। দেড় ঘন্টাব্যাপী এ অভিযান ভোর রাত সাড়ে ৩টার দিকে শেষ হয়।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান এবং সাথে ছিলেন মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যক্তিবর্গ ।

নেত্রকোনা মদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বড় ভাই জাহান মাদক সংগ্রহ করে নিয়ে আসে। অন্যান্যরা তা বিক্রি করে। লেখালেখির কাজ শেষে আজ (বৃহস্পতিবার) বিকেলের দিকে আটক দুজনকে আদালতে প্রেরণ করা হবে।

এনএ/

দেখুন: পেটে ‘৫ হাজার ইয়াবা’ নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গ্রেফতার দুই বোন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন