33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নেত্রকোণায় সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮০ বস্তা (প্রায় চার হাজার কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দুইটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য চার লক্ষ আটত্রিশ হাজার টাকা।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর পৌরশহরের মেছুয়া বাজার এলাকার এক মার্কেটে মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকান থেকে ভারতীয় চিনি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া (৫৩) দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে এবং আবুল হোসেন (৩৬) খরস এলাকার সাহেদ আলীর ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব গোয়েন্দা সদস্যগণ ওই মার্কেটে ভারতীয় চিনির মজুদ রয়েছে জানতে পেরে চিনি কিনতে যায়। সেখানে চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া ও আবুল হোসেন দোকান থেকে চিনি কিনার প্রাক্কালে গোয়েন্দা সংস্থার লোক বুঝতে পেরে কৌশলে মঞ্জু ও আবুল হোসেন মার্কেট থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ৮০ বস্তা (প্রায় চার হাজার কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দু্টি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেওয়া তথ্য ও পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। ৮০ বস্তা ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দুটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করেছি। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দুর্গাপুর থানা পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে জব্দকৃত ৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৩৯টি খালি বস্তা, দুটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করে থানায় নিয়ে এসেছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএ/

দেখুন: হাসিনার পতন সেনাবাহিনী জানতো, টের পায়নি পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন