আসন্ন রমজান ও ঈদকে কেন্দ্র করে চাঁদপুরে নৌপুলিশের ১৪টি টিম একযোগে তল্লাশী শুরু করেছে। এরমধ্যে লঞ্চঘাটসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশী ও সন্দেহভাজনদের আটক করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লঞ্চঘাটে দুপুর থেকে টিম ভাগ করে এ কার্যক্রম শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।
ইমতিয়াজ আহম্মেদ বলেন, নৌপথকে সুরক্ষিত রাখতে উর্দ্ধতনের নির্দেশনায় পূর্ব অভিজ্ঞতাকে কাজে আসন্ন রমজান ও ঈদকে ঘিরে আমাদের ট্রহল জোড়দারসহ বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। যেকোন মূল্যে মানুষের জানমালকে রক্ষাসহ তাদের ভ্রমণ নিরাপদ রাখতে আমরা সর্বদা অঙ্গিকারবদ্ধ।
তিনি বলেন, আমাদের টিমগুলো দিনে ও রাতে পৃথকভাবে নিয়োজিত করা হয়েছে। যাতে করে কোনভাবেই কোন অপরাধ আমাদের নজর এড়াতে না পরে। তবুও আমরা বলবো অসংলগ্ন কোন কিছু কারো নজরে এলে যেকোন আইনী সহায়তা পেতে দ্রুত যাতে আমাদের সদস্যদের অবগত করা হয়।
এসময় চাঁদপুর নৌ থানার ওসি মোঃ ইকবালসহ নৌপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএ/