একদিকে দীর্ঘ অপেক্ষার পর খালি হাতে ফিরছে মানুষ, অন্যদিকে কার্ড না থাকায় মিলছে না পণ্য। অব্যবস্থাপনার এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে টিসিবি কার্যক্রম ঘিরে। উপকারভোগীদের জন্য স্মার্ট কার্ড তৈরি হলেও এখনও সিংহভাগ বিতরণ করতে পারেনি দুই সিটি করপোরেশন। যা নিয়ে অস্বস্তিতে রাষ্ট্রীয় বিপণন সংস্থাটি।
দুদিন পরই রোজা। তাই চড়া মূল্যের বাজারের চেয়ে খানিকটা কম দামে তেল, ডাল, চিনি আর ছোলা-খেজুর পেতে টিসিবির পণ্যের জন্য স্বল্প আয়ের মানুষের ভিড়।
পণ্যভর্তি ট্রাক আসতেই হুমড়ি খেয়ে পড়েন অপেক্ষমাণ ক্রেতারা। তবে সীমিত পণ্যের কারণে অনেককেই ফিরতে হয় খালি হাতে।
জালিয়াতির অভিযোগে মাস তিনেক আগে ৪৩ লাখ ম্যানুয়াল কার্ড বাদ দিয়ে সচল রাখা হয় ৫৭ লাখ স্মার্ট কার্ড। আর সব মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনে উপকারভোগী ১৩ লাখ হলেও হাতে পেয়েছেন মাত্র সাড়ে এক লাখ ২২ হাজার জন। এমন অবস্থায় কী করছে টিসিবি?
টিসিবি বলছে, কার্ডগুলো সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তারা এই কার্ডগুলো সঠিকভাবে বণ্টন করেনি বলে এই সমস্যা দেখা দিয়েছে।
একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর জন্য গ্রাহককে দিতে হবে ৫৮৮ টাকা। দোকান থেকে এসব পণ্য কিনতে গেলে গুনতে হবে আরও বেশি টাকা।
এনএ/