30 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

৫৪ ইট ভাটার মালিককে চার লক্ষ টাকা করে হাইকোর্টের জরিমানা

আদালতের আদেশ অমান্য করে বার বার অবৈধ ইটভাটা পরিচালনা করায় পার্বত্য চট্টগ্রামের ৫৪ টি ইট ভাটার মালিকের প্রত্যেককে চার লক্ষ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এই টাকা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধ্বংস করে লাইসেন্স ছাড়া অনেক ইট ভাটা চলমান থাকার বিষয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে,

মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত শুনানি শেষে রুল জারি করে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন।

আদালতের আদেশ কার্যকরী করতে গেলে ইটভাটা মালিকরা অন্য একটি রিট পিটিশন দায়ের করে এবং স্থিতি অবস্থার আদেশ অর্জন করেন। এই রিটে এইচআরপিবি পক্ষভুক্ত হন এবং শুনানি শেষে আদালত উক্ত রুল ডিসচার্জ করেন। উক্ত রায়ের বিরুদ্ধে ইট ভাটা মালিকরা আপিল দায়ের করেন। চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ ২০২৩ সালের ৪ জুন হাইকোর্ট রায় প্রদান করেন এবং ২ সপ্তাহের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন এবং আপিল বিভাগ স্টে বা স্ট্যাটাস কুয়া দেননি।

পড়ুন : বায়ুদূষণরোধে অভিযান: জরিমানা ২৪ লক্ষাধিক টাকা,

দেখুন : সাভারে শ্রমিকদের বিক্ষোভ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন