27 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নানী বাড়ী বেড়াতে এসে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার শিকার, গ্রেফতার ১

মাগুরায় বোনের বাড়ীতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরের নলিয়া ছাবনিপাড়া গ্রামে নানীর বাড়ী বেড়াতে এসে মাদ্রাসা শিক্ষার্থী ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো- জহুর মোল্লা (৬০)। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

এ ঘটনায় শুক্রবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ওই শিশুর নানী নাসরিন আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (৮ মার্চ) সকালে বিষয়টি নাগরিক টিভিকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) তুষার।

মামলার বাদী নাসরিন আক্তার বলেন, তার নাতনী যশোর একটি মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়েন। ওদের বাড়ী বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ওর বাবা একজন মৎস্যজীবী। জীবিকার তাগিদে ওরা সপরিবারে যশোর থাকেন। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি তাদের বাড়ী বেড়াতে আসে। গত বৃহস্পতিবার ( ৬ মার্চ) তার নাতনী বেলা ১১ টার দিকে বাড়ীর পাশে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

থানার তদন্তকারী কর্মকর্তা এস আই তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং: ৪, তারিখ- ৮ মার্চ ২০২৫ ইং। মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাবেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুন জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন : রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন