33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নেত্রকোনায় সেনা অভিযানে মাদক সেবনকারীকে কারাদন্ড

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও চোরাচালান নিয়ে অভিযান চলাকালিন সময়ে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আবাসন প্রকল্প থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে গোয়েন্দা মাঠকর্মীদের এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার-এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজনকে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্যরা তাৎক্ষনিক ওই এলাকা থেকে সটকে পরে। পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. মোস্তফাকে দশ দিনের জেলসহ অর্থদন্ড প্রদান করে দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজনকে আটক করতে পেরেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেওয়ানুল কবীর বলেন, সেনাবাহিনী কর্তৃক মাদক সেবনকারীকে আটক করা হয়েছে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার করা হয়। পরে মো. মোস্তফাকে দশ দিনের কারাদন্ড ও সামান্য অর্থ দন্ড দিয়ে আসামীকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদণ্ড ও জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন