33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

দিনমজুরের সন্তানের হার্ট অপারেশনে সহায়তায় ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণার দুর্গাপুরের তিন বছরের শিশু আব্দুল্লাহর জন্ম থেকেই ছিল হার্টের জটিল সমস্যা। শারীরিক অসুস্থতায় স্বাভাবিক চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারত না সে। সম্প্রতি হার্টের  সফল অপারেশনের মাধ্যমে নতুন জীবন পেয়েছে ছোট্ট আব্দুল্লাহ।

শিশুটির বাবা দিনমজুর খোকন মিয়া ও মা মাজেদা খাতুন সন্তানকে নিয়ে ছিলেন চরম দুশ্চিন্তায়। চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক এমন সময়ে তারা খবর পান, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অসহায় মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প করছেন।

সেখানে গিয়ে চিকিৎসার আর্থিক সংকটের কথা জানালে ব্যারিস্টার কায়সার কামাল শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি আব্দুল্লাহকে ভর্তি করা হয় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এবং ২২ ফেব্রুয়ারি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শিশুটির মা মাজেদা খাতুন বলেন, ‘আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। কায়সার কামাল সাহেব চিকিৎসার পুরো খরচ বহন করেছেন। এখন আমার ছেলে আল্লাহর রহমতে সুস্থ আছে।’

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,’আলহামদুলিল্লাহ,আবদুল্লাহ এখন সুস্থ। তার মা-বাবা সহ প্রতিবেশী সকলে খুশী । মানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

শিশুটির সুস্থতায় পরিবার ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

এনএ/

দেখুন: হার্টে চর্বি জমে গেলে বোঝার উপায় কী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন