33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নেত্রকোনায় পাঁচশো পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নেত্রকোনায় পাঁচশো পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে পৌরশহরের অজহর রোডস্থ উদীচী অফিসের সামনের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই মাদক কারবারি হলেন- নেত্রকোনা সদর উপজেলার মেদনি নোয়াপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে শামীম (২৬) ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার কলাগাঁও গ্রামের ডা. আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

একই দিন রাত সোয়া ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান।

তিনি জানান, নেত্রকোনার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদের (পিপিএম) নির্দেশনায় মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে মডেল থানার এসআই শাহজাহান খান ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে আটককৃত রফিকুল ইসলামের প্যান্টের পকেট হতে দুটি এয়ারটাইট নীল প্যাকেটে ২৫০ ও ২০০ পিস করে ৪৫০ পিস এবং শামীমের প্যান্টের পকেট থেকে একটি এয়ারটাইট নীল প্যাকেটে ৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক আলামত হিসাবে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানার মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনএ/

দেখুন: পেটে ‘৫ হাজার ইয়াবা’ নিয়ে কক্সবাজার বিমানবন্দরে গ্রেফতার দুই বোন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন