মাগুরায় আট বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও আপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে রাজবাড়ীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
কর্মসূচীতে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

আজ সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী সার্কেল’ মানববন্ধনের আয়োজন করেন। এতে স্বেচ্ছাসেবী সংগঠনটির ক্রিয়েটিভ অ্যাডভাইজার দেবাশীষ বিশ্বাস, সিনিয়র এডিটর শাহরিয়ার রিয়াদ, ওমেন্স কো অর্ডিনেটর তানজিয়া আলম মিশুসহ জুনিয়র এডিটর তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এনএ/